আমার নিউজ ডেক্স:
অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট এর ২০ তম ব্যাচের (গ্রাফিক ডিজাইন) কোর্স এর একজন শিক্ষার্থী তাসমিয়া সুলতানা সুমি, কোর্স চলাকালীন অবস্থায় $৪০০ প্রায় (৩২,০০০হজার টাকা) ইনকাম করেছেন এবং সেই সাথে লেভেল-১ সেলার হয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ট্রাস্টেড আইটি পরিবারের পক্ষ থেকে তার সুন্দর ও সাফল্যমন্ডিত ফ্রিল্যান্সিং জীবন কামনা করছি। সেই সাথে, তার এই সফলতায় খুশি হয়ে ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট এর প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন শুভ স্যার তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন এবং বিগত মাসের ধারাবাহিকতায় দেশের দুর্যোগপূর্ণ অবস্থাতেও ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট এর বিভিন্ন ব্যাচ থেকে আরো ১৭ জন লেভেল পেয়েছেন।
তাদের সকলকে ট্রাস্টেড আইটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সফলতায় আমরা গর্বিত।
ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট এর একমাত্র লক্ষ্য সফল ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে বেকার সমস্যা দূর করে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাওয়া। ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট ২০১৭ সাল থেকে মানিকগঞ্জের বুকে আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এখানে প্রশিক্ষণ গ্রহণ করে ২শত এর অধিক সফল ফ্রিল্যান্সার তৈরি হয়েছেন, তারা এখন দেশ ও জাতির গর্ব। কারণ, ফ্রিল্যান্সাররা অনলাইনে তাদের কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। রেমিটেন্স আহরণের মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন, দেশের লাখো তরুণ। সময় এসেছে এখন নিজেকে তৈরি করার। বেকারত্ব নিয়ে হতাশার মধ্য দিয়ে যে সকল ভাই-বোনেরা সময় অতিবাহিত করছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনি চাইলেই ঘোচাতে পারেন, আপনার বেকার জীবন, হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার এবং করতে পারেন ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গঠন।
হতাশার দিন শেষ, তরুণরা গড়বে বাংলাদেশ। ক্যারিয়ার আপনার, আর তৈরি করে দেয়ার দায়িত্ব আমাদের !
সকলের সহযোগিতা ও আমাদের একান্ত প্রচেষ্টার ফলে তৈরি হয়েছে আজকের এই ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট।অফিসের গুগোল ম্যাপঃ
বিস্তারিত যোগাযোগঃ ট্রাস্টেড আইটি ইনস্টিটিউট, হারুন টাওয়ার, (৩য় তলা), ৬২/১, শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ-১৮০০,ঢাকা, বাংলাদেশ।, ফোনঃ০১৮৫৪৩৫৯৮৭৫অথবা ০১৮৮০১৭৬১৫৫, https://trusteditbd.com