স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে মত্ত উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) মত্ত উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন মত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
করোনা ভাইরাসের প্রাদূরভাবে প্রতিনিয়ত মানিকগঞ্জে আক্রান্তের সংখ্যা বিবেচনায় ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন অনুষ্ঠান স্বল্প পরিসরে আয়োজিত হয়।
উদ্বোধন শেষে এই মহামারী রোগ থেকে যেন বাংলাদেশ ও পৃথিবী মুক্তি লাভ করে এই উদ্দেশ্য বিশেষ ভাবে দোয়া করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লাল মিয়া সহঃ শিক্ষক কাজী আব্দুল মতিন ও ঠিকাদার লুৎফর রহমান আবু ও মশিউর রহমান শিমুল সহ মত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং পৌর যুবলীগ নেতা নাহিদুল ইসলাম হৃদয় ছাত্রলীগ নেতা মাহদী আল ফারাবী, আসিবুল ইসলাম ত্রয়ো সহ ছাত্রলীগ যুবলীগের সল্প সংখ্যক নেতা কর্মীরা।