ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
কীর্তির নতুন সিনেমা ‘পেঙ্গুইন’ আগামী ১৯ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। তামিল ও তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমাটি রহস্য-থ্রিলার ঘরানার। সিনেমার কাহিনি সন্তান অপহরণ হওয়া একজন মায়ের সংগ্রাম এবং যন্ত্রণা ঘিরে। এটি রচনা এবং পরিচালনা করেছেন ঈশ্বর কার্তিক।
‘মহানতি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কীর্তি সুরেশকে প্রথমবারের মতো এমন ইনটেন্স চরিত্রে দেখা যাবে। ভারতে লকডাউনের কারণে সিনেমা হল বন্ধ থাকায় অনেক চলচ্চিত্র নির্মাতা সিনেমা মুক্তির জন্য অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন।