এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের জন্য চিকিৎসা উপকরণ ও পিপিই সহায়তা করেছে আকিজ টেক্সটাইল মিলস লি:।
বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালের তত্ববধায়ক ডা: আরশ্বাদ উল্লাহর হাতে এই চিকিৎসা উপকরণ তুলে দেয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, আকিজ টেক্সটাইলের এজিএম (প্রশাসন) মো: হুমায়ুন রশিদ, ব্যবস্থাপক (হিসাব) শেখ আহসান উল হাবীব, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এরফান আনসারী, ডা. রাজিব বিশ্বাস, ডা. আশরাফুল কবির, ডা. মো. হুমায়ুন কবির, ডা. লিয়াকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আকিজের পক্ষ থেকে কোভিড হাসপাতালে গাউন, শু, মাস্ক, ফেস সেইল্ড, সার্জারি হ্যান্ড গ্লাভস, অক্সিজেন সিলিন্ডারসহ ১৯ প্রকারের সরঞ্জাম প্রদান করা হয়।