মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, আইন শৃঙ্খলারক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার দুপুরে গঙ্গাধরপট্টি এলাকায় মানিকগঞ্জ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রউফ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন মজুমদার, থানার সেকেন্ড অফিসার এসআই হারেস শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, পুলিশের কার্যক্রম আরো জনমুখী ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য এই কার্যক্রম পরিচালিত হবে।
পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চালু করা হবে। থানার একজন এসআই, এএসআই স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরো জানান, এতে করে স্থানীয় ছোট খাট সমস্যা, বিবাদ, সাধারন ডাইরীকরণ বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। তাছাড়া বিট পুলিশিং কার্যালয়ে সেই সমস্যা সমাধান না হলে তা থানায় স্থানান্তর করা হবে।