মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকদের দাবি, কোনো পরিবারে একটি শিশু যদি তার থেকে ছোট ভাই বা বোনের সঙ্গে বেড়ে ওঠে, তাহলে ওই শিশুর শরীর ও মনের বিকাশ স্বাভাবিক নিয়মেই হয়। ছোট বোন থাকলে ওই শিশুর শরীর ও মনের বিকাশ আরো প্রভাবিত হয়। যার ছোট বোন রয়েছে তাকে ভাগ্যবান বলাই যায়।
ভাইয়ের পরিবর্তে ছোট বোন থাকলে কী সুবিধা হয়?
মার্কিন গবেষকদের ব্যাখ্যা হল, দুই ভাইয়ের তুলনায়, দুই ভাই-বোন একসঙ্গে বেড়ে ওঠার সুযোগ পেলে দুই ভিন্ন লিঙ্গে শিশু একে অপরের বন্ধু হয়ে ওঠে সহজেই। একই সঙ্গে দুটি ভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে একে অপরের প্রতি সহযোগীতার মানুসিকতা গড়ে ওঠে। একে অপরের চাহিদা, ভাললাগা, খারাপ লাগার বিষয়ে অবগত হওয়ার সুযোগ পায়। তাই এই শিশুগুলি বড় হলে, তাদের সামাজিক দায়বদ্ধতা, মানিয়ে নেয়ার ক্ষমতা অন্যদের তুলনায় বেশি।
বিশেষজ্ঞ ও মনোবিদদের মতে, যাদের ছোট বোন আছে, তারা আসলেই খুব ভাগ্যবান। কারণ, স্বাভাবিকভাবেই তাদের মনের বিকাশ ঘটে বন্ধুত্বপূর্ণ পরিবেশে। যা অন্যদের ক্ষেত্রে নয়।