মানিকগঞ্জ প্রতিনিধি:
সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা আঘাত করেছে। চারিদিকে ছডিয়ে পড়েছে এই মহামারী।
এবার করোনায় আক্রান্ত হলেন পুলিশের সিনিয়র এএসপি (সিআইডি) এনায়েত করিম রাসেল। তিনি বর্তমানে সিআইডিতে কর্মরত রয়েছেন। তার বাড়ি মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায়।
এনায়েত করিম রাসেল করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের জন্য নিজের জমি দান করে অনেক প্রশংসিত হয়েছেন।এছাড়াও তিনি দুস্থদের জন্য ফ্রি ইফতার এবং সেবাতরী ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে ভিক্ষুক, কর্মহীন, অসহায়, দুস্থ, পাগল, ভবঘুরে, বৃদ্ধ, গরীব মানুষের জন্য প্রতিদিন ১০০ জনের খাবার বিতরণ করে আসছিলেন।