মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের ৪ সন্তানের জনক মোঃ মজিবুর রহমান (৪৫) বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্য হয়েছে। মৃত মজিবুর ওই গ্রামের মোঃ জয়নাল বেপারীর পুত্র। এ সময় হাজী আব্দুল মোতালেব (৫৫) এবং আব্দুল জলিল খান (৫৬) নামে দুই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন বলেও জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) মজিবুর সকাল ১০ টার দিকে ধানের জমিতে সেচ দিতে যায়। সেচের জন্য তার নিজস্ব বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে হাত দিয়ে চাপ দিলে সঙ্গে সঙ্গেই সে বিদ্যুতায়িত হয়। এ সময় পাশে থাকা ব্যক্তিদ্বয় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও আহত হয়। আহত ব্যক্তিদ্বয় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছেন । অপর দিকে গুরুতর আহত মজিবুরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম।