স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ কনস্টেবল আতিয়ার রহমানের পরিবারের কাছে পেনশন ও আনুতোষিক প্রাপ্য টাকা প্রদান করা হয়েছে। ওই পুলিশ সদস্যর মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীমের ব্যক্তিগত হস্তক্ষেপে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়।
জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত কনস্টেবল/৩০৫ আতিয়ার রহমান কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭/০৬/২০২০ ইং তারিখে রাত ৯.৫৭ মিনিটে মৃত্যুবরন করেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম মহোদয়ের ব্যাক্তিগত হস্তক্ষেপে এবং মহৎ পদক্ষেপ এর কারনে গত ০১/০৭/২০২০ ইং তারিখে বেলা ৪.০০ ঘটিকায় মৃত্যুর পর হতে ৭২ ঘন্টার মধ্যে শহীদ কনস্টেবলের স্ত্রীর নিকট পেনশন ও আনুতোষিক (গ্রাচুয়িটি) বাবদ প্রাপ্ত টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তার প্রাপ্ত অন্যান্য সকল অনুদানের বিষয়ে যাবতীয় কার্যক্রম গ্ৰহন করা হয়েছে।