সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে ফেলেছে লিভারপুল। যার ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির জন্যও বাকি ম্যাচগুলো এখন প্রায় নিয়মরক্ষারই বলা চলে। কেননা এই চার ম্যাচ থেকে তেমন কিছুই পাওয়ার নেই পেপ গার্দিওলার শিষ্যদের। আর মাত্র ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিটও।
লিগের এমন অবস্থায় ম্যান সিটির পারফরম্যানসও যেন হয়ে গেছে আনপ্রেডিক্টেবল। চ্যাম্পিয়ন লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর তারা হেরে গেছিল তুলনামূলক দুর্বল দল সাউদাম্পটনের কাছে। ঠিক পরের ম্যাচেই আবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতল ৫-০ গোলের বড় ব্যবধানে।
নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের জালে চারটি গোল করেছেন সিটিজেনরা। অন্য গোলটি হয়েছে আত্মঘাতী নামক উপহারের মাধ্যমে। ম্যান সিটির পক্ষে গোল ৪টি করেছেন গ্যাব্রিয়েল হেসুস, রিয়াদ মাহরেজ, ডেভিড সিলভা ও রহিম স্টারলিং।
দিনের অন্য ম্যাচে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে প্রায় ৩০ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুল। এছাড়া ১-১ গোলে ড্র হয়েছে লিস্টার সিটি ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি।