জেলা প্রতিনিধি,মিানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই সুরক্ষা সামগ্রি ও খাদ্য সহায়তা এবং নগদ টাকা দেওয়া হয়। খাদ্য সামগ্রি হিসেবে জনপ্রতি ১০কেজি চাল, সুরক্ষা সামগ্রি সার্জিকাল মাস্ক, সাবান ও ব্লিচিং পাওডার বিতরন করা হয়।
এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।