জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মানিকগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা পোষ্ট অফিসের সামনের রাস্তায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) দিদারুল ইসলাম ও ডিলার দিনেশ চন্দ্র বসাক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, প্রতিদিন মেসার্স দিনেশ চন্দ্র বসাক ও দ্বীপ দীয়ন এন্টারপ্রাইজের নামে বরাদ্দকৃত ৪ টন করে নিত্যপণ্য বিক্রয় করা হবে।
তিনি আরো জানান, প্রতিজন ক্রেতার কাছে ৮০ টাকা দরে ৫ লিটার তেল, ৫০ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুর ডাল বিক্রয় করা হবে।
প্রতিদিন জেলা পোষ্ট অফিসের সামনে, বাসস্ট্যান্ড ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের এসব নিত্যপণ্য বিক্রয় করা হবে। ঈদের আগে ২৮ জুলাই পর্যন্ত টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।