এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ পৌর এলাকায় ২৫ মণ ওজনের সম্রাটকে দেখতে ভির করছে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন। সম্রাট নামের গরুটির দাম হাকছেন ৫ লাখ টাকা। সদর উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবী করেন গরুর মালিক মো: ছানোয়ার হোসেন।
গরুর মালিক মো: ছানোয়ার হোসেন জানান, শখ করে তার পালের গরুর বাচ্চা থেকে চার বছর ধরে লালন পালন করে আসছেন সম্রাটকে। গত বছর ঈদুল-উল-আযহায় গরুটি বিক্রী করতে চাইলেও ভালো দাম না পাওয়ায় আর বিক্রী করা হয়নি।
এবার তিনি বাড়ি থেকেই গরুটি বিক্রী করতে চান। এরজন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই গরুটি মোটাতাজা করনের জন্য কাচা ঘাস, ভূষি, কুড়া,নালী, ভুট্টা, খৈল,খর,কাঠাল,লেবুসহ বিভিন্ন ধরনের ফল খাওনো হয়ে থাকে।
কোন ধরনের মেডিসিন খাওয়ানো হয়নি। প্রতিদিন এই গরুটি ৬০০/৭০০ টাকার খাদ্য খেয়ে থাকে। ঈদুল আযহায় কালো রং এর সম্রাটকে ক্রয় যারা আগ্রহীদের মানিকগঞ্জ পৌরসভার ১নং ওর্য়াডের পশ্চিম সেওতা (মাক্কু বাবুর্চীর বাড়ীর পাশ দিয়ে নতুন রাস্তার শেষে মো: ছানোয়ার হোসেন ছানুর বাড়ীর যোগাযোগ করুন। মোবাইল নং-০১৭১২৩৫৪৩৯৬