মানিকগঞ্জ প্রতিনিধি:
সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পরেশনের সাবেক মেয়র কর্ণেল আব্দুল মালেকের-২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন।
আজ রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি এ্যাড: আবু বকর সিদ্দিক তুষার, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি লুৎফর রহমান যুবায়ের, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি ইকবাল হোসেন টয়েল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, দিঘী ইউনিয়ন আওয়ামীলীগেরসহ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম ওহাবসহ দলীয় নেতাকর্মীরা। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।