1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী বিভাগকে সুরক্ষা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

করোনা মোকাবিলায় অব্যাহত সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) বিতরণের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র এ নিয়ে ষষ্ঠ বারের মতো বাংলাদেশকে সুরক্ষা সরঞ্জাম দিলো।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—১ হাজার ২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, পুনরায় ব্যবহারযোগ্য ৮ হাজার ফেস মাস্ক, ২০০ মিলিলিটারের ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৯ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬০০ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১০০ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট এবং ৫০০ ফেস শিল্ড। সবগুলো উপকরণ বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কিনেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সদস্যরা বাংলাদেশে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স অ‌্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশনের মাধ্যমে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury