স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য নাজমুল হুদা ওয়ায়েছী চঞ্চলের আর্থিক সহয়তায় শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেলে দু’শতাধীক বন্যার্তদের মাঝে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।
নাজমুল হুদা চঞ্চল বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। বন্যাকালীন সময়ে দুর্গতদের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য ও অর্থ সহয়তা প্রদান অব্যাহত থাকবে।
এ সময় জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা যুবলীগ আহবায়ক মিরাজ হোসেন লালন, যুবলীগ নেতা ফারুক হোসেন, কৃষকলীগ আহবায়ক অসিউর রহমান সিকো, ছাত্রলীগ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আ’লীগ নেতা আব্বাস আলী, সাধন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।