এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জের সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে “আমার ঘরে, আমার ক্লাস” দূরশিক্ষণ কার্যক্রমের উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার সকালে উপজেলা পরিষদে টিভি স্কিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। এসময় প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে উপজেলার ৫৬ টি স্কুলের ২৬টি স্কুল থেকে বিষয়ভিত্তিক শ্রেণী ও বিষয়ের জন্য দক্ষ শিক্ষক মনোনীত করা হয়েছে। এরা ভিডিও ফুটেজের মাধ্যমে পূর্বের রুটিন ক্লাস চালিয়ে যাবেন।
গত ১৯/০৭/২০ ইং তারিখ থেকে স্থানীয় ডিস চ্যানেল ৩৭ এর মাধ্যমে দূরশিক্ষনের “মাধ্যমে আমার ঘরে আমার ক্লাসের প্রোগ্রাম রুটিন জানিয়ে দেওয়া হয়েছে।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,করোনার বিস্তাররোধে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে ঘরে বসেই শিক্ষার্থীরা স্কুলের ক্লাসের শিক্ষা শিক্ষতে পারবে।