স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। মাদক, ইভটিজিং, মারামারি, অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, আইন শৃঙ্খলারক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে আটিগ্রাম ইউনিয়নে ১৯ নং বিট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর থানার বিট অফিসার এস আই মো: শামীম আল- মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি বিট অফিসার এ এস আই মো: রিপন মিয়া, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
সদর থানার বিট অফিসার এস আই মো: শামীম আল- মামুন জানান, বর্তমান সরকারের যে মিশন, তাতে প্রশাসনের যে সেবাটা তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তারই লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে সদরের প্রতিটি ইউনিয়নে বিট কার্যক্রম চালু হয়েছে। তিনি আরো জানান, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা তারিখে একবার অথবা দুইবার ওখানে যাবে। সেখানে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধির সমম্বয়ে এলাকার মাদক, ইভটিজিং, মারামারি, স্থানীয় ছোট খাট সমস্যা, বিবাদ, সাধারন ডাইরীকরণ বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। তাছাড়া বিট পুলিশিং কার্যালয়ে সেই সমস্যা সমাধান না হলে তা থানায় স্থনান্তর করা হবে।