মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ও ভাড়ারিয়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে প্রথমে পুটাইল ইউনিয়নের ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ে ও পরে ভাড়ারিয়া ইউনিয়নে বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য মমতাজ বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গীনী বিশ্বাস ও ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন চন্দ্র বালো।
মোট ২৫০ পরিবারের প্রত্যেককে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, নগদ ৩ শত টাকা ও ১০ টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।