মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। দেশব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই আর্থিক অনুদান দেয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সাবির্ক সহযোগীতায় অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, কোষাধ্যক্ষ এহতেশাম হোসেন ভুনু, আবু বকর খান তুষার, রতন মজুমদার, সেলিম পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জেলার অভাবগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ৪৫ জনের প্রতিজনকে ৭হাজার টাকা করে প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, করোনা প্রাদুর্ভাবে অসহায়দের সহায়তা প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন।
প্রতিটি পেশার অসহায় মানুষদের সহায়তা করছেন। ক্রীড়াঙ্গনও এই মানবিক সহায়তা থেকে বাদ পড়েনি।ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্টরা এখন খেলাধুলা থেকে দুরে সরে আছে। করোনাকালীন তাদের অসহায়ত্বকে মুল্যায়ন করে সরকার মানবিক সহায়তা প্রদান করছে।করোনা মোকাবেলায় আবারো ক্রীড়াঙ্গন সোচ্চার হয়ে উঠবে।