এস এম আকরাম হোসেন :
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পাদাতিক ডিভিশনের পৃষ্টপোষকতায় এবং ৭১ মেকানাইজড ব্রিগ্রেডের ব্যবস্থাপনায় মানিকগঞ্জে পাঁচ শতাধিক বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার দিঘি ইউনিয়ন পরিষদ চত্তরে এবং পল্লিবিদ্যুৎ সমিতির কর্যালয় প্রাঙ্গনে চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবানসহ প্রায় ১০ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় এই ত্রান বিতরন করা হয়। এছাড়াও পানির কারনে যারা বাড়ি থেকে বের হতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরও ত্রাণ বিতরণ করেন।
ত্রান বিতরনের সময় সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মো.ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সেনাবাহিনীর মেজর ফেরদৌস হোসাইন ভূইয়া, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও দিঘী ইউপি চেয়ারম্যান মতিন মোল্লাসহ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে লেঃ কর্ণেল ওয়াদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সেনা বাহিনীর প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের পাশে আছি এবং থাকবো। তারই ধারাবাহিকতায় সোমবার এই ত্রান বিতরণ করছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।