মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ব্যাক্তিগত গাড়ি ও যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রী,পরিবহন চালক ও শ্রমিকরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ।
নদীতে প্রবল স্রােত থাকার কারনে ফেরি ঠিক সময়ে ঘাটে পৌছাইতে পারে না। এতে ট্রিপ সংখ্যা কমে গেছে। এর উপর ঈদের কারনে এরুটে অনেক গাড়ি চলে এসেছে ফলে ঢাকা পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে আটকে পরা যানবাহনের লোকজন।
বিআইডব্লিউটিসি‘র সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান রাতে শতশত যানবাহন পাটুরিয়া ঘাটে ফেরি পার হতে আসলে নিজেদের মধ্যে বিশৃখলা হয়ে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে।
এক পর্যয়ে রাত আড়াইটা থেকে ভোর সারে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে ঘাট এলাকায় সৃষ্ঠি হয় দীর্ঘ যানজটের। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তিনি আরোও বলেন এই নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। একটি ফেরি বাসমান কারখানায় মেরামতের জন্য রাখা হয়েছে।