স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস সোমবার বিকেলে শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ আব্দুল আজিজ, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈনুউদ্দিন, শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমন, এসি (ল্যান্ড) ফারাশিদ বিন তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের অতিথিদের স্বাগত জানান। মুখ্যসচিব যমুনার ভাঙ্গন কবলিত জাফরগঞ্জ, মালুচী, তেওতা, নিহালপুর, অন্বয়পুর, দাশকান্দি, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকা স্পিডবোটযোগে ঘুরে দেখেন।