আমার নিউজ ডেক্স:
মানিকগঞ্জে মা আদুরী ও ছেলে কনক নামের দুইজন নিখোঁত হয়েছেন। নিখোঁজ আদুরী বেগম (৪০), মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকার আ: করিমের স্ত্রী।
আদুরী বেগমের স্বামী আ: করিম জানান, আমার স্ত্রী ও ছেলে গত ৩/৮/২০২০ ইং তারিখে বেলা আনুমানিক ৩.০০ ঘটিকার সময় বাড়ির কাহাকেও কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আমার স্ত্রী ও ছেলে বাড়িতে ফেরত আসে নাই। আমার স্ত্রী ও ছেলেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখুজি করে কোথাও সন্ধান পাই নাই। খোঁজাখুজি অব্যাহত আছে। আমার স্ত্রী ও ছেলের সন্ধান পাইলে আমার ০১৭১৬৪৮৩৯০৩ এই মোবাইল নাম্বারে অথবা মানিকগঞ্জ সদর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
আমার নিখোঁজ স্ত্রীর বর্ননা: আদুরী বেগম (৪০), লম্বা-৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল কালো লম্বা ও কালো, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পরনে ছাপার সুতী শাড়ি ছিল।
ছেলে কনক (৮), মাথার চুল লম্বা ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পরনে ছাপার লুঙ্গী, গায়ে লাল রংয়ের কলার ওয়ালা গেঞ্জি ছিল। এ ব্যাপারে গত ০৪/৮/২০ ইং তারিখে মানিকগঞ্জ সদর থানায় আদুরীর স্বামী একটি সাধারন ডাইরী করেন। ডায়রী নং-১৬২০