স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সোমবার বিকেল ৪ টার দিকে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন মানিকগঞ্জ ১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়। এসময় কেন্দীয় যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বদরুল আলম বাদল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,আমিরুল ইসলাম মট্টু, দপ্তর সম্পাদক এহতাশেম হোসেন খান ভুনু, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, জেলা শ্রমিকলীগ নেতা বাবুল সরকার, দৌলতপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান লালন ফকির, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, জেলা যুবলীগ সদস্য মনিরুল ইসলাম মনি, দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস মাহামুদ আকাশ, সহ সম্পাদক কাজী যোনায়েত হোসেন প্রতীক সহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।