স্টাফ রিপোর্টার:
জাকজমকপূর্ন কোন র্যালীর আয়োজন না করে শুধুমাত্র আলোচনা ও প্রার্থনা সভার মধ্যে দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব।
আজ বেলা ১২টার দিকে হরিরামপুর উপজেলার সুকুমার দত্ব বিল্টুর রাধাকৃষ্ণের মন্দির প্রাঙ্গনে প্রার্থনা সভার আয়োজন করে পূজা উদযাপন পরিষদ হরিারামপুর উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিারামপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার রায়,সহ-সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস,প্রাণকৃষ্ণ রায়,সাধারন সম্পাদক পিয়াস চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক মাদব হালদার ও সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার দাস ও সুকুমার দত্ব বিল্টু প্রমুখ।
প্রার্থনা সভায় বক্তারা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব সংক্ষিপ্ত আকারে পালন করা হলো। আগামীতে এই সংক্রমন দূর হলে বড় পরিসরে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব পালন করা হবে।