স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলা বেউথা ও নয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে পোনা মাছ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হচ্ছেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার কৃষ্ণ রাজবংশী এবং আশিশ রাজবংশী।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জে বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গেছে। এসব মাছের পোনা কিছু ব্যাবসায়ীরা ধরে বাজারে বিক্রি করে আসছে। এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। আগামী ৩ মাস তিনি মাছের পোনা না ধরার আহবান করেন। জব্দকৃত ১৪৫ কেজি রুই, কাতল ও মৃগেল ছোট মাছ মানিকগঞ্জ সরকারি শিশু পরিবার ও সেওতা কবরস্থান মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।