আমার নিউজ ডেক্স :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২০’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্য দিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২০।
অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ, সৈয়দা নাসরিন আক্তার এবং উপাধ্যক্ষসহ সীমিত পরিসরে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর
জীবন ও রাজনীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্নার রুহের মাগফিরাত কামনা করা হয়। সর্বপোরি স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ এবং সকল শিক্ষকদেরকে নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।