স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষির্কীতে “শতবর্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ”- শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ও ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিসে আত্রন্ত রোগী, যুব রিন এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ স্মৃতি ফলকে জেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বিজ্ঞ পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা: আনোরুল আমিন আখন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: মমিন উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাসুদেব সাহা ও রোমেজা আক্তার খান মাহিন।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নানা গুনে গুনানিত। তিনি মৃত্যুর আগ প্রর্যন্ত দেশ এবং দেশের মানুষকে অন্তর থেকে ভালো বেসে গেছেন। তার দক্ষতা ও গুনের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গুবন্ধুর জীবন ও আদর্শ আমাদের মনের মধ্যে ধারন করে পথ চলতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনা বাংলা গড়া সম্ভব হবে।
পরে অতিথিবৃন্দরা অনলাইনে প্রতিযোগিতা চিত্রাংকন,বঙ্গবন্ধুর উপর রচিত বইয়ের পাঠ পর্যালচোনা বিষয়ক কুইজ প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি, সংগীত (একক), ৭ই মার্চের ভাষণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মানিকগঞ্জ জেলার ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রাকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্তৃক ১৩ জনের মাঝে ষাট হাজার টাকা করে যুব রিন তিবরন ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ করা হয়।