স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে আশেকান মাইজভান্ডারীগনের প্রাণ প্রতিম মুর্শিদ আওলাদে রাসুল (সাঃ) সাজ্জাদানশীল শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী মাইজভান্ডারীর জন্মদিন পালিত হয়েছে।
শনিবার আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন মানিকগঞ্জ শাখার উদ্যেগে সদর বাসস্টান্ড এলাকায় সৈয়দ মুজিবুল বশর আল্ হাচানীর জন্মদিন কেক কেটে পালন করা হয়।
এ সময় পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন মানিকগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ মাইজভান্ডারী, মোল্লাকি হিরো মাইজভান্ডারী, হাসনাত মাইজভান্ডারী, মান্নান মাইজভান্ডারী, ছানোয়ার মাইজভান্ডারী, পারভেজ রেজা মাইজভান্ডারী, আরিফ মাইজভান্ডারীসহ সকল আশেকান মাইজভান্ডারীগন উপস্থিত ছিলেন।