স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র ক্ষুদ্রনৃগোষ্ঠীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৯ আগস্ট) সকালে ঘিওর উপজেলা প্রাঙ্গণে প্রশাসনের উদ্যোগে ৭৫ টি ক্ষুদ্রনৃগোষ্ঠী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয় ।
এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস , উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক, প্রচার, প্রেসবিফিং ও সেমিনারে জেলা প্রশাসক এস এম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে যোগদেন ।