স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা করোনায় আক্রান্ত হয়েছেন। আজকের করোনার প্রাপ্ত ফলাফলে তার করোনা ভাইরাস রির্পোট পজেটিভ আসে।
আজ(২০ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর,ব্যাথা এবং ঠান্ডাজনিত সমস্যার কারনে ১৬ আগষ্ট কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। আজকের প্রাপ্ত ফলাফলে তার করোনা ভাইরাস সনাক্ত হয়।বর্তমানে তিনি নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
তিনি করোনা মহামারিতে শুরু থেকে করোনা প্রতিরোধে হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লাফস, মাক্স বিতরণ, রাতের আধারে খাদ্য সহয়তা নিয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌচ্ছে দেওয়াসহ বিভিন্নভাবে কাজ করেছেন। তার সুস্থতায় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।