স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে পিকআপের চাপায় পরিমল সাহা (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চকবাড়ির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
নিহত পরিমল সাহা গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা সিটি করপোরেশনে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক হ্যালো বাইকচালকের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জমুখী অটোর অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পরিমল সাহা। এসময় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ব্যাকে (পেছনে) যাওয়ার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে।