স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে রাবনা বাইপাস এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই তিনজন মারা যান। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নবীন জানান।
তিনি বলেন, মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএনজি মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জন নিহত হন। গুরুতর আহতাবস্থায় সিএনজির চালকসহ ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। বাকি এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।