স্টাফ রিপোর্টার:
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার উপর নৃসংশ গ্রেনেট হামলাকারীদের সাজার রায় দ্রুত কায্যকর করার দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ আগষ্ট) শুক্রবার বেলা ১১ টায় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম,সহ-সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো,যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু,সুলতানুল আজম খান আপেল,সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুষার কান্তি সরকার তপু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহয়োগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতিবাদ সভায় বক্তারা ২১ আগষ্ট আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃসংশ গ্রেনেট হামলায় তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জরিতদের সাজার রায় দ্রূত কাযকর করার দাবী জানান।