1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে একজন। রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন (৬৫)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে। অপরজন পিকআপ চালক। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, রোববার সকালে মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি পিকআপে সবজি বোঝাই করে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাচ্ছিলো সবজি ব্যবসায়ী হেলাল। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌছলে পিকআপের সামনে থাকা ঢাকাগামী জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করেন। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এসময় পিছনে থাকা অপর একটি জননী পরিবহনের কাভার্ড ভ্যান পিকআপটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী হেলাল নিহত হন। আহত অবস্থায় পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক কে এম মেহেদী হাসান জানান, নিহতদের লাশ উদ্ধার করে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury