1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

বিমানবন্দর স্টেশন থেকে ১০ সেপ্টেম্বর যাত্রী উঠতে পারবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৪৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনে সকল আন্তনগর, কমিউটার, মেইল ট্রেনের এবং ভৈরব বাজার স্টেশনে শুধুমাত্র কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি আগামী ১০ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে এবং যাত্রী উঠতে পারবে।

একই সঙ্গে এই সকল স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী-ভৈরব বাজার স্টেশন হতে ক্রয় করতে পারবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

তাছাড়া, আগামী ৫ সেপ্টেম্বর থেকে যাত্রার দিন সহ ১০ দিন পূর্বে আন্তনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে। যা আগে ছিলো ৫ দিন।

একই সঙ্গে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল এবং বালিশ সরবরাহ করা হবে। যা আগে বন্ধ ছিলো। এই লক্ষ্যে বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্যের সঙ্গে যোগ করা হবে।

তাছাড়া, বিদ্যমান স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে চা-কফি, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার (চিপস-বিস্কুট) ইত্যাদি সরবরাহ করা যাবে বলে জানানো হয়।

উল্লেখ, ঢাকা বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী ও ভৈরব বাজার স্টেশনে বর্তমানে কোনো ট্রেন যাত্রাবিরতি দেয় না।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury