স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সাটুরিয়া থানা, জেলা ট্রাফিক অফিস ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার)।
বুধবার সকালে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে সাটুরিয়া থানা, দ্বি বার্ষিক পরিদর্শনে জেলা ট্রাফিক অফিস ও সর্বশেষ পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান প্রমূখ।
পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বিপিএম ( বার) মানিকগঞ্জ জেলা পুলিশের গতিশীল ভূমিকার প্রশংসা ও আইন শৃঙ্খলায় রেঞ্জের অন্যতম জেলা হিসেবে মানিকগঞ্জের সুনাম অনন্য উচ্চতায় উদাহারন বলেও জানান তিনি।