স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে শহরের পশ্চিম সেওতা কবরস্থান সংস্কার কাজের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ।
বুধবার বিকেলে স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ মাস্টারের হাতে এ অনুদান তুলে দেন জেলা পরিষদের সদস্য আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য আবুল বাশার জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ, সারা বাংলাদেশের প্রতিটি জেলার জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কবরস্থানে সংস্কার ও উন্নীত করণ কাজে নিয়মিত অনুদানের অংশ হিসেবে শহরের পশ্চিম সেওতা এলাকায় এ অনুদান প্রদান করা হয়।