1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

সিংগাইরের ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৮৪ বার দেখা হয়েছে

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালি জাতির জন্ম হতো না। বঙ্গবন্ধু শুধু এ দেশের নেতা নয় ,তিনি বিশ্ববাসির কাছে বিশ্ববন্ধু হিসেবে স্থান করে নিয়েছেন। পাশাপাশি হযরত ইব্রাহিম (আঃ) যেমন মুসলিম জাতির পিতা তেমনি জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতি- হিন্দু , মুসলিম ,বৌদ্ধ, খ্রিষ্ঠানদের পিতা ।

তিনি আরো বলেন ,অনেকেই না বুঝে জাতির পিতাকে নিয়ে বিভিন্ন সময় অপব্যাখা দিয়ে থাকেন ,সেটা ঠিক নয়।

শনিবার(২৯ আগস্ট)বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন,জাল যার জলা তার। তেমনি নৌকা যার আমরা সবাই তার।তাই তিনি আগামী দিনের নির্বাচনগুলোতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ শওকত আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভ্ূঁইয়া, তালেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, চান্দহর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন খান, জেলা পরিষদ সদস্য অ্যাড. কহিনূর ইসলাম সানি,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম,ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,ছাত্রলীগের সভাপতি মোঃ ফেরদৌস খান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইনু প্রমুখ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury