স্টাফ রিপোর্টার:
বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে আলোচনায় আসেন লরেন মেন্ডেস। পরে নাম লেখান টিভি নাটকে। তার স্বপ্ন ছিল বিখ্যাত তারকা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই চলে গেলেন পরপারে।
পরিবার সূত্রে জানা যায়, আজ (৩০ আগস্ট) সকালে লরেন মেন্ডেস তার বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লরেন এয়ারটেলের বিজ্ঞাপনে ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’-এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন। তার ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে।
এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি। এছাড়াও তিনি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেন। সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকে ২৬ আগস্ট অংশ নেন। এতে অপূর্ব, তাসনিয়া ফারিনের সঙ্গে শুটিং করেন লরেন।