স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, গত কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের ভ্যাকসিন সর্ম্পকে আমাদের অবহিত করেছেন। চীনের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনও দেওয়া হয়েছে। মানবতার সেবায় যারা স্ব-প্রণোদিত হয়ে আসবে শুধুমাত্র তাদেরকে করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে।
জোর করে কাউকে আনা হবে না। সোমবার বেলা ১১ টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশারফ হোসেন দেওয়ান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: সাইফুল ইসলাম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্যানিটারি পরিদর্শকসহ ৩৩ জন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ডিজি ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ রোগিদের ওয়ার্ড পরিদর্শন করেন।