শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির বিশ্বমানের ফুল ও ফলের বাগান করলেন তরুণ এক উদ্যোক্তা। যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ভিড় করছেন ফুল ও গাছ প্রেমিরা এবং যাবার সময় সংগ্রহ করছেন তাদের পছন্দের গাছ টি।
উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিজ বাড়িতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স করা তরুণ উদ্যোক্তা তানভির আহমেদ গড়ে তুলেছেন তার এই বিশ্বমানের ফুল ও ফলের বাগান।
এ বাগানে রয়েছে আমেরিকা, চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারত সহ বিশ্বের ২৫টি দেশের ৫শতাধিক পদ্ম, জলজ ফুল ও ফল গাছের সমারোহ।
বাগান মালিক সূত্রে জানা যায়, বাগান টিতে আছে এঞ্জেল ট্রাম্পেট, গ্লিরিসিডিয়া, কানাইডিংগা, ক্যানাঙ্গা, বিভিন্ন রঙের দোলন চাঁপা,ডম্বিয়া,স্থল পদ্ম, জল গোলাপ, নীল মনি,শ্বেত মনি, গোলাপি সহস্র বেলি,পার্সিয়ান জুঁই, সরস্বতী চাঁপা, ব্ল্যাক প্রিন্সেস, হাজার পাপড়ির Thousands petals পদ্ম, আফ্রিকান বাওবাব, হলুদ শিমুল, রাজ অশোক সহ ৫০০ প্রজাতির দূর্লভ গাছ।
যার মধ্যে বিদেশি ১০৭ প্রজাতির শাপলা, ৫৬ প্রজাতির পদ্ম, ২০প্রজাতির অন্যান্য জলজ, ১শতাধিকের অধিক প্রজাতির জবা, ৪০ প্রজাতির সুগন্ধি, ৫০প্রজাতির লতানো, ৫০প্রজাতির ফল গাছ, ২০প্রজাতির ইন্ডোর, ২০প্রজাতির বনজ, বিদেশি আরো ৫০ প্রজাতির অন্যান্য গাছ ও দেশীয় ৫০প্রজাতির গাছ রয়েছে তার বাগানে। এছাড়া এই বন্যায় আরো দেড় শতাধিক প্রজাতির জবা ফুল গাছ মারা গেছে।
এবিষয়ে বাগান মালিক ও তরুণ উদ্যোক্তা তানভির আহমেদ বলেন, ফুল ও ফল গাছ অপরিসীম আনন্দ দেয় তাকে। তাই তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেও চাকুরির পেছনে না ছুটে প্রথমে শখের বসে ও পড়ে জীবিকা নির্বাহে বেছে নিয়েছেন এই বাগানটিকে। তার প্রেক্ষিতে এই বাগানটিতে মাত্র কয়েক হাজার টাকার গাছ দিয়ে শুরু করলেও এখন প্রায় ৩০লাখ টাকার পৃথিবীর বিভিন্ন দেশের ফুল ও ফল গাছের সমারোহ রয়েছে। যা এখন তিনি তার Buy your plant from us নামে একটি ফেসবুক গ্রুপে থেকে অনলাইনের মাধ্যমে ও বিক্রি করে থাকেন।
এদিকে তিনি দাবী করে বলেন যে, ‘তার বাগানে এমন কিছু গাছ আছে, যেগুলা তার হাত ধরেই এ দেশে প্রথম এসেছে এবং কিছু গাছের নাম ও তিনিই করেছেন। যেমন জল গোলাপ। গাছ টি জলে হয়। ফুল টা খুব সুন্দর সাদা গোলাপের মত। তাই তিনি বিদঘুটে ইংরেজি নাম না দিয়ে নাম রাখেন ” জল গোলাপ” এই নামেই দেশ ব্যাপি পরিচিত। এছাড়াও তার বাগানে ফোটে “ব্ল্যাক প্রিন্সেস” নামে গাঢ় খয়েরি শাপলা। সেটাও তার নিজের উদ্ভাবিত শাপলার একটা প্রজাতি। এদিকে তার বাগানের মূল আকর্ষণ হাজার পাপড়ির Thousands petals পদ্ম। যে ফুলটাতে ১হাজার টা পাপড়ি হয় বলেও জানান তিনি।’
একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তানভির’কে সাধুবাদ জানিয়ে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার বলেন, হরিরামপুরে নার্সারী অনেক আছে, কিন্ত এ রকম শুধু ফুলের নার্সারী হরিরামপুরে নেই। তাই তিনি নিয়মিত এটির খোঁজ খবর রাখছেন। এই উদ্যোক্তা সহ অন্য কেউ যদি সহযোগিতা চায়, তবে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা।’