স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সদর উপজেলায় মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
আজ বুধবার (২সেপ্টেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি এবং পুলিশ লাইন্স কার্যালয়ের পুকুরে পোনা মাছের অবমুক্তকরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, খামার ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ইফতেখার, পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক মো. মামুন মিয়া প্রমুখ।
এ ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জামান জানান, মানিকগঞ্জের ৭টি উপজেলার ৫১৭ হেক্টর আয়তনে ৫০টি উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে এবার ৭ লক্ষ টাকার ৪ হাজার কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হবে। এরফলে জেলায় মাছের উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পাবে বলে জানান তিনি।