1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

কাদা পানি থেকে মুক্তি পেতে, নিজ উদ্যোগেই রাস্তা নির্মাণ করবে গ্রামবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২ বার দেখা হয়েছে

শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রাস্তার কাদা পানির ভোগান্তি থেকে মুক্তি চায় ভুক্তভোগী এলাকাবাসী, এতে বছরের প্রায় ছ’মাস বেহাল দশায় দিন কাটছে তাদের। তাই নিজ উদ্যোগেই রাস্তা নির্মাণ করতে চাচ্ছেন তারা। ঘটনাটি হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ৮ ওয়ার্ডের ঝিটকা নতুন পাড়ার একটি গ্রামীণ সড়কের।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী সুত্রে জানা যায়, দেশে বিগত কয়েকবছর ধরেই চলছে সরকারের উন্নয়ন কাজ। দেশের প্রায় সকল স্থানেই উন্নয়নের ছোয়া লাগলেও এখনো অবহেলায় পড়ে আছে এই এলাকার ৭ থেকে ৮শত মিটাররের গ্রামীণ সড়কটি। এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের বাস এবং প্রতিদিন ৪/৫শতাধিক যাতায়াতের একমাত্র পথ হচ্ছে ঝিটকা নতুন পাড়ার ওই গ্রামীণ সড়কটি।

যেখানে বিগত ১০বছরে কোন সংস্কার হয়নি বলেও জানান তারা। এছাড়া বছরের প্রায় ছ’মাসই বন্যা ও বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই তাদের।এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাসুদ শিকদার, মুরাদ মোল্লা, আভা রানী সূত্রধর, চন্দনা সূত্রধর সহ এলাকার ভুক্তভোগীরা বলেন, এলাকাটি থেকে জেলার সবচেয়ে বড় বানিজ্যিক বাজার ঝিটকা বাজারের দূরত্ব মাত্র কয়েকশো মিটার।

তারপরেও গত ২০১০ সালে ততকালীন ইউপি চেয়ারম্যানের সহায়তায় রাস্তাটিতে কিছুটা মাটি ফেলার পর থেকে এখনো পর্যন্ত আর কোন সংস্কার / উন্নয়ন কাজ হয়নি আমাদের এই রাস্তাটির। তারা আরো জানান, গত তিন মাস ধরে এই রাস্তাটিতে পানি জমে আছে, আরো দুই মাস পানিবন্দী থাকতে হবে বলে ধারনা করছেন তারা। তাই দ্রুতই এই রাস্তাটির সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সরকারি ভাবে দ্রুত সংস্কার না করা গেলে, এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার করবে বলেও জানান তারা। এছাড়া নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত কোন জনপ্রতিনিধিরা তাদের এলাকায় কোন ধরনের খোঁজখবর রাখেননি বলেও দাবী তাদের।

বাল্লা ইউপি চেয়ারম্যান কাজী রেজা জানান, রাস্তাটির জন্য পরিষদ থেকে তিন লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। পানি শুকিয়ে কাজের উপযোগী হলেই কাজটি শুরু হবে।এদিকে উপজেলা নির্বাহী অফিসার  সাবিনা ইয়াসমিন জানান, এলাকাবাসী যদি তাদের নিজেদের প্রয়োজনে রাস্তার সংস্কার করতে চান, তাহলে আমাদের পক্ষ থেকে কোন বাধা নিষেধ নেই।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury