স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন ২ নম্বর মাইলের মাথা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ৪টি কাঁচা দোকান ও ২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় নতুন মসজিদ এলাকার দোকানগুলো এবং সবুর কলোনির ২টি বাসা থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের হিসাবে এ অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।