স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব।
এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম র্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭ এর মিডিয়া বিভাগ জানায়, ৭৭ হাজার ইয়াবাসহ পাচারকারী ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
জব্দ করা ইয়াবার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা বলেও র্যাব জানায়।