স্টাফ রিপোর্টার:
ডাকাতি মামলায় পুলিশের এক এসআইসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এসআই মোসাদ্দেক হোসেন খান, মনিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, লুৎফর রহমান খান ও লিটন হাওলাদার।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জনৈক আলম খান ও স্যামুয়েল বৈদ্যকে খালাস প্রদান করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি জেকে সেলস অ্যান্ড কোম্পানির ম্যানেজার মাঈন উদ্দিন ১৮ লাখ টাকা বনানীর সাউথ ইস্ট ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে বের হন। সে সময় আসামিরা টাকাসহ মাঈনকে গাড়িতে তুলে নিয়ে ভাষানটেকের মাটিকাটা এলাকায় টাকা নিয়ে তাদের নামিয়ে দেয়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন মাঈন উদ্দিন। মামলার পর আসামিদের কাছ থেকে ১২ লাখ টাকা ও মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। একই বছর ৩০ মে সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় বিভিন্ন সময় ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।