স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী কর্মস্থল ত্যাগ করে অশ্রুসিক্ত নয়নে দৌলতপুর থেকে বিদায় নিয়েছেন।
তাসলিমা মোস্তারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে অল্প দিনের দায়িত্বপালন করেছেন। তার বিদায় সংবর্ধনা একাধিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও উপজেলা পরিষদ আয়োজন করে।
বিদায়ী ইউএনও তাসলিমা মোস্তারী আবেগ আপ্লুত কন্ঠে তার এ উপজেলায় কর্মময় জীবনের কোন ভুল-ত্রুটি করে থাকলে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। সৎ জীবন যাপন আমার ব্রত। তাই দৌলতপুর উপজেলা বাসী আমাকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমি যেখানে যাবো দৌলতপুর বাসীর কথা চীরদিন স্বরনে রাখবো।