সদর প্রতিনিধি:
মানিকগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জামাল উদ্দিন (কোম্পানী) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার ষ্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বুধবার (২৩ সেপ্টম্বর) বেলা ১১ টায় জানাযা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যকালে তিনি স্ত্রী পুত্র ও কন্যসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
জামাল উদ্দিন (কোম্পানী) জেলা মানবাধিকার সংস্থার সভাপতিসহ বেশ কয়েকটি সামাজিক কল্যানে নিবেদিত সংগঠনের সাথে যুক্ত থেকে মানিকগঞ্জ বাসীর সেবা করে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। এছাড়া মানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।